আজকের শিরোনাম :

শ্যামনগরে করোনা সচেতনতায় পায়ে হেটে ইউএনওর মাইকিং

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ১১:৫৬

করোনা ভাইরাস প্রতিরোধে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নিজেই মাইকিং শুরু করেছেন।

শহরের অলিগলি ও গুরুত্বপূর্ণ স্থানে হেটে হেটে হ্যান্ড মাইক নিয়ে মানুষকে ঘরে থাকার আহবান করছেন।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম, আবুজর গিফারী, এসিল্যান্ড আব্দুল হাই সিদ্দিকী, অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা, পল্লী উন্নয়ন অফিসার এস,এম,এ, সোহেল রাস্তায় নেমে আহব্বান করায় সাড়াও মিলছে।

অতি প্রয়োজন ছাড়া কোন মানুষকেই শ্যামনগরের হাটে বাজারে দেখা মিলছে খুবই কম। শ্যামনগরের মানুষ যাতে অযথা ঘরের বাহিরে ঘোরাফেরা না করেন এজন্য উপজেলা নির্বাহী অফিসার অ,ন,ম, আবুজর গিফারী পুলিশকে নিয়ে করোনা সচেতনতায় এনেছেন নতুন মাত্রা।

কাঠফাটা তপ্ত দুপুরে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের এমন কার্যক্রমকে সাধুবাধ জানিয়েছেন উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষেরা। রাস্তায় রাস্তায় মানুষ বলছে এমন নির্বাহী অফিসার আগে কোন দিন দেখিনি।

শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম, আতাউল হক দোলন তার লোকজন নিয়ে একই ভাকে হ্যান্ড মাইক নিয়ে মানুষকে সচেতন করছেন।

এবিএন/আলমগীর সিদ্দিকী/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ