আজকের শিরোনাম :

তিতাসে তৃতীয় শ্রেণীর ছাত্র আকিলের বিশেষ উদ্যোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ১১:৩১

করোনা ভাইরাসের প্রভাবে কুমিল্লার তিতাসে কর্মহীন অসহায়দের পাশে দাড়ালেন তৃতীয় শ্রেণীর ছাত্র মুহাইমিনুল ইসলাম আকিল।

সে উপজেলার জগতপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র এবং তিতাস প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার তিতাস প্রতিনিধি মো. শরিফ আহম্মেদ সুমনের ছেলে।

দেশের ক্লান্তিলগ্নে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারের নির্দেশে লকডাউন আওয়তাভূক্ত দৈনন্দিন খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।

সাংবাদিক সুমন নিজ উদ্যোগে এবং যে যার সাদ্যমতো শরিক হয়ে কর্মহীনদের খাদ্যসামগ্রী দেওয়ার আহ্বান করে। পিতার এমন উদ্যোগ দেখে শিশু আকিল তার বাবার কাছ থেকে নেয়া সারা বছরের জমানো এক হাজার টাকা নিয়ে বাবার হাতে তুলে দিয়ে বলে বাবা এই নেও এক হাজার টাকা আমি তোমার সাথে শরিক হলাম। আমি এ বছর বৈশাখী মেলায় যাবো না। এই কথা শুনে বাবা নামের শব্দটি হাসি দিয়ে ছেলে আকিলের হাত থেকে এক হাজার টাকা নিয়ে নিল ছেলেকে সাবাস বলে উৎসাহিত করে বললো বাবারে কিছু হারের আনন্দ বিজয়ের আনন্দের চেয়েও বেশি। আজ তেমনই এক হার হেরেছি তোমার কাছে। আকিল বড় হয়ে দেশের মানুষের সেবায় যাতে নিজেকে নিউজিত রাখতে পারে এই প্রার্থনা করেন আকিলের বাবা সাংবাদিক সুমন।

এবিএন/কবির হোসেন/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ