আজকের শিরোনাম :

চিলমারীতে খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ১৩:০৩

কুড়িগ্রামের চিলমারীতে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে উপার্জন বন্ধ হয়ে যাওয়া খেটে খাওয়া মানুষদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে বিভিন্ন দোকান কর্মচারী, মুচি, কামার, কুমার, রিক্সাচালকসহ খেটে খাওয়া বিভিন্ন শ্রেণীর প্রায় ৭৫ জন মানুষের বাড়ীতে গিয়ে প্যাকেজ ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এডব্লিউ এম রায়হান শাহ।

প্যাকেজ ত্রাণের মধ্যে ছিল চাল ১০ কেজি, আলু ৫ কেজি, ডাল ১ কেজি, তেল আধা কেজি, লবণ ১ কেজি ও ১টি সাবান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. কোহিনুর রহমান জানান, দেশে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমের ফলে অচল হয়ে যাওয়া খেটে খাওয়া মানুষদের সাহায্যার্থে দু’দফায় ১৬.৬ মেট্রিক টন চাল ও ৭৮ হাজার টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে যা দ্রুত সময়ে ইউপি চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমে বিতরণ করা হবে।  

এবিএন/গোলাম মাহবুব/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ