আজকের শিরোনাম :

পঞ্চগড়ে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ চিকিৎসা সহায়তা শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ১২:৪৮

পঞ্চগড়ে ভ্রাম্যমাণ চিকিৎসা সহায়তা দেয়া শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রংপুর অঞ্চলের সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে গতকাল সোমবার পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ভ্রাম্যমাণ চিকিৎসা সহায়তা শুরু হয়।  

ভ্রাম্যমাণ চিকিৎসা সহায়তা ক্যাম্পের উদ্বোধন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) মেজর জেনারেল মো. নজরুল ইসলাম।

এ সময় ২২২ পদাতিক বিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, ২৯ বীর এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর রহমান, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।

দিনব্যাপী ক্যাম্পে সামাজিক দূরত্ব বজায় রেখে অসুস্থ সুবিধাবঞ্চিত নারী পুরুষের ব্যবস্থাপত্র, বিনামূল্যে ওষুধ, মাস্ক ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এ সময় মাইকে করোনা নিয়ে জনসচেতনতা সৃষ্টির প্রচারণাও চালানো হয়।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেজর জেনারেল বলেন, দারিদ্র মানুষের হাতে ত্রাণ পৌছানোর দায়িত্ব এখনো সেনাবাহিনী নেয়নি। সেনাবাহিনী যখনি মনে করবে তখনি এই কার্যক্রম হাতে নেবে।

এবিএন/ডিজার হোসেন/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ