আজকের শিরোনাম :

কালিহাতীতে ব্রিজের মুখ বন্ধ করে মার্কেট নির্মাণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০১৮, ১৯:২৭

টাঙ্গাইল, ০৯ জুলাই, এবিনিউজ : কালিহাতীর এলেঙ্গা-বল্লা সড়কের হাসড়া বাজারে সংলগ্ন ব্রিজের মুখ বন্ধ করে মার্কেট নির্মাণ করেছেন মোঃ আব্দুর রহিম নামে এক প্রভাবশালী ব্যক্তি।

মাটি ভরাট করে মার্কেট নির্মাণ করা হলে ওই এলাকায় পানি চলাচলের পথ বন্ধ হয়ে জলাবদ্ধতার কারনে জনগনের দুর্ভোগের সৃষ্টি হবে বলে স্থানীয়রা জানান।

অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন দেখা গেছে, প্রায় ১৫/১৬ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) পাইকড়া ইউনিয়নের হাসড়া বাজারে সংলগ্ন একটি ব্রিজ নির্মাণ করেছে। এতে ওই ইউনিয়নসহ আশপাশের বসবাসকারীরা জলাবদ্ধতা থেকে মুক্তি পান।

আজ সোমবার হাসড়া গ্রামের প্রভাবশালী আব্দুর রহিম সিকদার ও তার ছেলে হামিদ প্রশাসনকে তোয়াক্কা না করে মাটি দিয়ে ব্রিজের মুখ বন্ধ করে মার্কেট নির্মাণ করার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছেন। এতে এলাকাবাসী মাটি ভরাটে বাধা দিলে বিভিন্ন ধরনের হুমকি দেয়া হয় বলে জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভূমি অফিসের লোক পাঠানো হয়েছে।

এবিএন/তারেক আহমেদ/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ