আজকের শিরোনাম :

ধর্মপাশায় জয়শ্রী ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ১২:২৩

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় করোনা ভাইরাসের কারণে জয়শ্রী ইউনিয়নের অতিদারিদ্র ও কর্মহীন ১৪০ মানুষের মাঝে চাল, আলু ও ডাল বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে জয়শ্রী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ওই ইউনিয়নের ১৪০ জন অতিদারিদ্র ও কর্মহীন মানুষের প্রতিজনকে ১০ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি করে ডাল দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম আলম, তদারকি কর্মকর্তা মো. আব্দুর রহমান খান,ইউপি সচিব মো. এমদাদুল হক প্রমূখ।

জানা যায়, করোনা পরিস্থিতি মোকাবেলায় জরুরি মানবিক সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নে ১ হাজার ৫০০ জন দারিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য নগদ ১ লাখ টাকা ও ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এর মধ্যে জয়শ্রী ইউনিয়নে ১ হাজার ৪০০ কেজি চাল ও ৯ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়।

এবিএন/মো. ইমাম হোসেন/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ