আজকের শিরোনাম :

পীরগঞ্জে শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ১১:৪৪

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ হয়ে যাওয়া  

হোটেল রেস্তোরা কর্মহীন শ্রমিকদের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী ও সাবান বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে স্বেচ্ছাসেবী দোয়েল সংস্থা লোহাগড়া এলাকায় দৈনিক আয়ের শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে তিনশত টাকার সমমূল্যের চাল, আলু, ডাল ও সাবান বিতরণ করা হয়।

এ সময় দোয়েল সংস্থার চেয়ারম্যান তারেক হোসেন, নির্বাহী পরিচালক বেলাল হোসেন, পরিচালক অর্থ গোলাম রব্বানী, পরিচালক সুকবেদ সাহা উপস্থিত ছিলেন।

সংস্থার চেয়ারম্যান তারেক হোসেন বলেন, করোনার ভাইরাসের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে দৈনিক আয়ের শ্রমিকদের মাঝে। তারা প্রতিদিন দু’শ থেকে তিনশ টাকা আয় করতো। এখন তাদের কাজও বন্ধ আয়ের রাস্তা বন্ধ হয়েছে। আমরা সেই দৈনিক আয়ের শ্রমিকদের কথা বিবেচনা করে হোটেল শ্রমিকদের মাঝে এ সামগ্রী তুলে দিচ্ছি।

এছাড়াও সংগঠনটি করোনার সংক্রমণ সামাজিক পর্যায় রোধ করতে প্রতিদিন বিভিন্ন পাড়ায় পাড়ায় জীবাণুনাশক ঔষুধ স্প্রে অব্যাহত রয়েছে।

এবিএন/বিষ্ণুপদ রায়/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ