কাপাসিয়ায় ঘরে বসেই খাবার পাবে ১১০০ পরিবার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ১১:০২

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলায় ১১’শ পরিবার ঘরে বসেই ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ পাবে।

আজ ৩১ মার্চ মঙ্গলবার ১১ ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে এসব সামগ্রী পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউর রহমান জোয়ার্দ্দার এ তথ্য নিশ্চিত করেন।

করোনা ভাইরাসের কারণে কর্মহীন ভিক্ষুক, ভবঘুরে, দিনমজুর রিকশাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার, অগ্রাধিকার ভিত্তিতে এ খাদ্য সহায়তা পাবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুর রহমান জোয়ার্দার খাদ্য সহায়তা কর্মসূচি তদারকি করবেন।

এবিএন/নুরুল আমিন/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ