আজকের শিরোনাম :

তাড়াইলে ১১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ১০:১৯

“করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মানবিক সহযোগিতায় কর্মহীন ১ হাজার একশত দারিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে।

তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন লাকী মহাজনের ব্যক্তিগত অর্থায়নে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতায় ৭টি ইউনিয়নের কর্মহীন ১ হাজার  একশত দারিদ্র প্রতিটি পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, সাবান ও মাস্কসহ জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে।

গতকাল সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে তাড়াইল সাচাইল সদর ইউনিয়নের দারিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী প্রদান করে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ।

উক্ত ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাঈল সিরাজী, উপজেলা পেশাজীবী লীগের আহবায়ক মো. সারোয়ার আজিজ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. সুবর্ণা আক্তার, উপজেলা ছাত্রলীগের নেতা  জুটন মড়ল,  মো. কবির মিয়া ছাড়াও উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন লাকী মহাজন এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতাই যথেষ্ট। নিজে সচেতন থাকুন, অন্যকে সচেতন থাকতে পরামর্শ দিন।

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমার ব্যক্তিগত উদ্যোগে তাড়াইল উপজেলার কর্মহীন দারিদ্র জনগণের মাঝে সাহায্যের হাত বাঁড়িয়ে দিয়েছি।

আমরা উপজেলার ৭টি ইউনিয়নের ১ হাজার একশত দারিদ্র পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল বিতরণ করবো।

তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের দারিদ্রদের মাঝে ত্রাণ দিয়ে ত্রাণ বিতরণ শুরু করেছি, পর্যায়ক্রমে বাকি ৬টি ইউনিয়নের কর্মহীন দারিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রীসহ জনসচেতনতামূলক লিফলেট পৌঁছিয়ে দেয়া হবে।

এবিএন/মো. সুমন মিয়া/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ