আজকের শিরোনাম :

করোনা আতংকে রোগী শূন্য মেলান্দহ হাসপাতাল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ১২:০৮

করোনা আতংকে জামালপুরের মেলান্দহ হাসপাতাল এখন রোগি শূন্য। গত দিন যাবৎ হাসপাতালের এমন চিত্র দেখা গেছে। বহির্বিভাগ-ভর্তিরোগিসহ গাইনী ডায়রিয়া ওয়ার্ডেও দেখা গেছে এমন চিত্র। ইমার্জেন্সি রোগি আসলেও সংখ্যায় খুব কম।

করোনার ভয়ে নিজেদের রক্ষার পাশাপাশি ডাক্তার-নার্সরাও দূরত্ব বজায় রেখে রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। হাতে গুনা কিছু রোগী আসলেও শুধু ট্রিটমেন্ট নিয়েই চলে যাচ্ছেন। রোগীও হাসপাতালে ভর্তি হবার আগ্রহ হারিয়ে ফেলেছে। সবার মাঝে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা। আগে দৈনিক তিন শতাধিক রোগী হাসপাতালে বিকিৎসা নিতে আসতো। এখন ৩০-৪০ জনের মতো রোগী আসেন।

সরেজমিন ঘুরে দেখা গেছে, পুরুষ-মহিলা-গাইনী-ডায়রিয়া ওয়ার্ডও রোগী শূন্য।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক জানান, নতুন রোগী ভর্তি হচ্ছে না। ইমার্জেন্সিতে রোগী আসছে। ট্রিটমেন্ট দিচ্ছি। অযথা রোগীর গেদারিং করতে বারণ করা হচ্ছে। করোনা রোগীর কোয়ারেন্টাইন নেই। নতুন আক্রান্ত নেই।

ওদিকে হতদারিদ্র মানুষের জীবনধারণ কঠিন হয়েছে। এ মতাববস্থায় ১০ মে. টন চাল এবং ৫০ হাজার টাকা বরাদ্দ পাবার কথা জানান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন জানান, প্রাথমিকভাবে ১০ হাজার মানুষের মাঝে চাল, ডাল, আলু এবং সাবান বিতরণ শুরু হয়েছে। হতদারিদ্রদের তালিকা বাছাই চলছে। তাদের জন্য অতিরিক্ত বরাদ্দের চাহিদা প্রেরণ করা হবে।

এবিএন/মো. শাহ্ জামাল/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ