আজকের শিরোনাম :

যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা কিশোরীর মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ১১:৫৪ | আপডেট : ৩০ মার্চ ২০২০, ১২:৪০

যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে’ থাকা ১২ বছরের এক কিশোরী আজ সোমবার (৩০ মার্চ) ভোরে মারা গেছে।

গতকাল রোববার (২৯ মার্চ) বিকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, মেয়েটির সিম্পটম সম্পর্কে আইইডিসিআরে জানানো হলে সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন করোনার কারণে তার মৃত্যু হয়নি।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আরিফ আহমেদ বলেন, রবিবার বিকালে মেয়েটিকে  জরুরি বিভাগে আনা হয়। তার সর্দি, কাশি ছিল। পরে তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়। সোমবার সকালে যশোরে আইইডিসিআরের স্থানীয় প্রতিনিধিদের নমুনা সংগ্রহ করার কথা ছিল। কিন্তু ভোর ৪টার দিকে মেয়েটি মারা যাওয়ার পর আইইডিসিআরের স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মেয়েটির সিম্পটমের বিষয়ে আলোচনা করেন ডাক্তাররা। পরে তাদের জানানো হয়, করোনার কারণে সে মারা যায়নি।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ