আজকের শিরোনাম :

যশোরে আইসোলেশনে ভর্তি শিশুর মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ১১:৩৫

যশোর জেনারেল হাসপাতালে আইসোলেশনে ভর্তি কাকলি নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও গলার ব্যথার কারণে আজ সোমবার সকালে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের কালাম হোসেনের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অতিরিক্ত জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও গলায় ব্যথা নিয়ে কাকলি গতকাল রোববার বিকাল ৫টায় হাসপাতালের আসে। জরুরী বিভাগের ডা. আহমেদ তারেক শামস করোনা সন্দেহে তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করেন।

চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোর ৪টায় তার মৃত্যু হলেও সকাল ১০টায় হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. ইদ্রিস আলী তার মৃত ঘোষণা করে বলেন, অতিরিক্ত জ্বর, সর্দি, কাশি ও গলায় ব্যথার কারণে তার মৃত্যু হয়েছে। তবে সে করোনায় সংক্রমিত ছিল না।


যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহম্মেদ আইসোলেশনে ভর্তি শিশু কাকলির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।

আইইডিসিআর ডা. রোবায়ের’র যোগাযোগ করা হয়েছে। এ শিশুর কোন করোনার লক্ষণ দেখা যায়নি। তাই তার নমুনা ঢাকায় পাঠানোর প্রয়োজন নেই বলে জানিয়েছেন যশোর জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক হারুণ অর রশিদ।

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহিন জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।

এবিএন/ইয়ানূর রহমান/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ