আজকের শিরোনাম :

দুপচাঁচিয়ায় করোনা প্রতিরোধে পুলিশ সুপারের ব্রিফিং

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ১১:৩০

দুপচাঁচিয়ায় গতকাল রোববার দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে দুপচাঁচিয়া থানার সকল কর্মকর্তা ও কন্সটেবলদেরকে দিক নির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা (বিপিএম বার)।

সচেতনতামূলক এ ব্রিফিংয়ে আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কেএইচএম এরশাদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলামসহ সকল উপ-পুলিশ পরিদর্শক, সহকারী উপ-পুলিশ পরিদর্শক ও কন্সটেবলবৃন্দ উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাস প্রতিরোধকল্পে এদিন বিকেলে পুলিশ সুপার বগুড়ার নির্দেশনায় দুপচাঁচিয়া পৌর এলাকায় জলকামানের মাধ্যমে জীবাণুনাশক ছিটানো হয়।

এ সময় ইউএনও এসএম জাকির হোসেন, দুপচাঁচিয়া পৌর মেয়র জাহাঙ্গীর আলম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, পৌর কাউন্সিলরবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও এদিন উপজেলা প্রশাসনের উদ্যোগে ও গুনাহার ইউনিয়ন পরিষদের সহযোগিতায় গুনাহার ইউনিয়নের ২’শ জন হতদরিদ্র ও নি¤œ আয়ের পরিবারের মাঝে ১০ কেজি চাল ও  ১ কেজি আলু বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেন এ চাল ও আলু বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, গুনাহার ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল খালেক, উপজেলা আ. লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম, সরওয়ার খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স প্রমূখ।

এবিএন/গোলাম মুক্তাদির/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ