আজকের শিরোনাম :

লকডাউন শিবচর থাকায় করোনা সংক্রমণের ঝুঁকি স্থিতিশীল: প্রশাসন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ১৭:৫১

দেশের প্রথম উপজেলা হিসেবে লকডাউন হওয়া শিবচর দশম দিন অতিবাহিত করছে আজ, প্রশাসনের সহায়তায় সন্তুষ্ট জনসাধারণ। দেশের প্রথম মাদারীপুরের শিবচরের চারটি এলাকা অবরুদ্ধ অবস্থার দশম দিন পার করছে। এতে, সংক্রমণের গতি এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে বলে দাবি স্বাস্থ্য কর্মকর্তার। প্রশাসনিক তৎপরতায় জনমনে কিছুটা হলেও স্বস্তি এসেছে। এখন পর্যন্ত মাদারীপুরে সর্বোচ্চ ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ৯ জনই শিবচর উপজেলার। সংক্রমণ ঠেকাতে ১৯শে মার্চ বিকেলে শিবচরের ৪টি এলাকা লকডাউন ঘোষণা করা হয়।  সেখানে ১৭টি স্পটে আড়াই শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনপ্রতিনিধিদের তৎপরতায় প্রায় সবাই ঘরবন্দি।

আইনশৃঙ্খলাবাহিনীর নিয়মিত টহল এবং খাদ্য সরবরাহের সহায়তায় সন্তুষ্ট মানুষ। প্রশাসন বলছে, টানা ১০ দিন সরকারি নির্দেশনা মেনে চলায় করোনা সংক্রমণের ঝুঁকি অনেকটাই স্থিতিশীল।

কঠোর প্রশাসনিক নজরদারি এবং স্থানীয়দের সচেতনতায় শিবচরে করোনা সংক্রমণের ঝুঁকি কমেছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ