আজকের শিরোনাম :

বদলগাছীতে ১০ মেট্রিক টন খাদ্য বরাদ্দ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ১৩:৫৬ | আপডেট : ২৯ মার্চ ২০২০, ১৪:০২

নওগাঁর বদলগাছীতে প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলার হতদারিদ্রদের জন্য ১০ মে. টন খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১০ মে. টন চাল ও নগদ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

যা রাষ্ট্রের নির্দেশনা মতে যারা হোম কোয়ারেন্টাইনে আছেন বিশেষ করে নি¤œ আয়ের মানুষ যারা জীবিকার জন্য বাড়ির বাহির হতে পারছেন না তাদের মধ্যে বন্টন করা হবে।

আগামিকাল ৩০ মার্চ বরাদ্দকৃতপ্রাপ্ত নগদ ৫০ হাজার টাকা থেকে চাল বিতরণের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

বিষয়ে ভারপ্রাপ্ত পিআইও মাহবুবুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির বলেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১০ মে. টন চাল ও নগদ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। যা তালিকা অনুযায়ী আগামিকাল বিতরণ করা হবে।

এবিএন/হাফিজার রহমান/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ