আজকের শিরোনাম :

ঘাটাইলে করোনা সচেতনতায় ছিটানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ১৩:১৯ | আপডেট : ২৯ মার্চ ২০২০, ১৩:২০

করোনা ভাইরাসের সংক্রমন রোধে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন হাটবাজার, সড়ক ও জনসমাগম বেশি হয় এমন এলাকায় জীবাণুনাশক ছিটানো শুরু করেছে উপজেলা প্রশাসন।

আজ রোববার দুপুরে উপজেলার গুরত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় জীবাণুনাশক ছিটানোর কাজ শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার।

এ সময় উপস্থিত ছিলেন জামুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

একই সাথে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা স্থানীয়দের সহযোগিতায় স্ব স্ব এলাকার বাজার এলাকায় জীবাণুনাশক ছিটানোর কাজ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রথম অবস্থায় যেখানে জনসমাগম বেশি হয় সেখানে ছিটানো হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার গুরুত্বপূর্ণ সব জায়গাতেই ছিটানো হবে।

এদিকে ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান পৌর এলাকার বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটানো কার্যক্রম অব্যাহত রেখেছেন।

এবিএন/নজরুল ইসলাম/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ