আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে দু'টি লজ্জাবতি বানর উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০১৮, ১৭:০৫

শ্রীমঙ্গল, ০৯ জুলাই, এবিনিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক ঘটনায় দু'টি লজ্জাবতি বানর উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একটির অবস্তা গুরুতর। দু'টি  বানরই এখন শ্রীমঙ্গলের বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনে রয়েছে। গুরুতর অাহত বানরটিকে সেবা ফাউন্ডেশনে চিকিৎসা দেয়া হচ্ছে।
শ্রীমঙ্গলের রামনগর মণিপুরি পাড়ার রাজু রাজভর জানান, গতকাল রবিবার রাত ৮ টার দিকে তার বাড়িতে বৈদ্যুতিক তার দিয়ে একটি লজ্জাবতি বানর হেটে যেতে দেখে তিনি বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
পরে বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব এসে বানরটিকে উদ্ধার করে সেবা ফাউন্ডেশনে নিয়ে যান। 
এদিকে  উপজেলার লামুয়া এলাকায় একটি লজ্জাবতি বানর বৈদ্যুতিক লাইনে উঠে গেলে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বানরটির বাম হাত ঝলসে যায় বলে জানান সজল দেব।
তিনি অারো জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্হল থেকে অাহত লজ্জাবতি বানরটিকে উদ্ধার করে বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনে নিয়ে অাসেন।সজল দেব জানান, অাহত লজ্জাবতি বানরটির অবস্তা অাশংকাজনক। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে এবং সার্বক্ষণিক দেখভাল করা হচ্ছে।

এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ