আজকের শিরোনাম :

ফরিদপুরে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য বিতরণ করলেন জেলা প্রশাসক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ১৪:২৩

করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অতি দারিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য বিতরণ করলেন জেলা প্রশাসক অতুল সরকার।

আজ শনিবার দুপুরের ফরিদপুর জেলার সদর উপজেলার কানাপুর ইউনিয়নের কাশিমাবাদ গ্রামে বিভিন্ন বাড়ীতে বাড়ি গিয়ে এই খাদ্য প্রদান করা হয়।

এ সময় পুলিশ সুপার আলীমুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা, স্থানীয় ইউপি চেয়ারম্যান বেলায়েত ফকির উপস্থিত ছিলেন।  

এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন তরুছায়ার কর্মী প্রশাসনের কর্মকর্তাদের সহায়তা করেন।

খাদ্য সহায়তার মধ্যে ছিলো, ১০ কেজি চাল, দুই আলু, এক কেজি তেল, এককেজি ডাল ও মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার।

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, জেলার নয় উপজেলায় একযোগে অতি দারিদ্রেদের তালিকা করে আমরা বাড়ি বাড়ি গিয়ে সরকারি খাদ্য সহায়তা প্রদান করছি।

তিনি বলেন, জেলায় প্রথম দিনে ১৬ পরিবারকে এই সহায়তা দেওয়া হচ্ছে।

এছাড়াও জেলায় ১২৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এবিএন/কে এম রুবেল/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ