আজকের শিরোনাম :

তিতাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগী শূন্য

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ১৩:০৯

করোনা ভাইরাসজনিত কারণে রোগী শূন্য হয়ে পড়েছে কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দুই একজন মারামারি রোগী ছাড়া কেউ ভর্তি হচ্ছেনা। গত ৩ দিনে ৩ জন মারামারি রোগী ভর্তি হলেও তারা হাসপতালে থাকছেনা।

পুরুষ,মহিলা ও শিশু ওয়ার্ডসহ ৩০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালে ৩টি ওয়ার্ডই এখন রোগী শূন্য।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আজ শনিবার বেলা সাড়ে দশটায় পুরুষ ওয়ার্ডে ১ জন ও মহিলা ওয়ার্ডে ১ জন মারামারি রোগী ভর্তি রয়েছে। জরুরি বিভাগ ও আউটডোরেও কমছে রোগীর সংখ্যা।

গত ৩ দিনে ৩০জন এবং আউটডোরে ৪০ জন চিকিৎসা নিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। যেখানে প্রতিদিন ৩৫০ থেকে ৪৫০ জন রোগী চিকিৎসা নিতে আসত। তবে হাসপাতালে সকল চিকিৎসকদের উপস্থিতি দেখা গেছে।

এবিএন/কবির হোসেন/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ