আজকের শিরোনাম :

ভোলায় করোনা সচেতনতায় রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ কার্যক্রম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ১১:৫১

ভোলায়  করোনা সচেতনতায় রেড ক্রিসেন্ট সোসাইটির  মাইকিং ও লিফলেট বিতরণ করেছে।

আজ শনিবার (২৮ মার্চ)  সকালে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোলার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও হাট বাজারে সচেতনতামূলক মাইকিং করে।

এ সময় তারা লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে। করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হোন, আতঙ্কিত হবে না, করোনা প্রতিরোধে নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন এই স্লোগান নিয়ে তারা মাইকিং করে থাকেন।

এ সময় মাইকিং এর মাধ্যমে সবাইকে করোনা মোকাবিলায় জনসমাগম এড়িয়ে চলার আহ্বান করা হয়। পরিষ্কার পরিচ্ছন্নসহ খাওয়ার আগে হাত ধোয়াসহ বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. আজিজুল ইসলাম, ইউনিট লেভল অফিসার তরিকুল ইসলাম, যুব প্রধান আদিল হোসেন তপুসহ ইউনিটের স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।  

ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউটিটের সেক্রেটারি মো. আজিজুল ইসলাম জানায়, আমরা মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং করোনা মোকাবিলায় আমরা এ প্রচারণা চালাচ্ছি। যাতে করে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে চলে তার জন্য সচেতনতা চালাচ্ছি।

এবিএন/আদিল হোসেন/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ