আজকের শিরোনাম :

হবিগঞ্জে হতদারিদ্রদের মাঝে চাল বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ১১:৩৬ | আপডেট : ২৭ মার্চ ২০২০, ১১:৩৭

হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ও হবিগঞ্জ চালকল মালিক সমিতির সহায়তায় হবিগঞ্জে নি¤œ আয়ের মানুষ ও রিকশা চালকদের মধ্যে ৫ কেজি চাল শহরের বিভিন্ন স্থানে বিতরণ করা হয়েছে।  

এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মাদ উল্ল্যাহ ও পৌর মেয়র মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক চাল বিতরণকালে রিকশা চালকদের বাড়ি চলে যেতে বলেন।

জেলা প্রশাসক আরো বলেন, আগামি শনিবার সরকারের সহায়তায় খেটে খাওয়া মানুষদের জন্য ১০ কেজি চাল, ৪ কেজি আলু ও ২ কেজি মসুর ডাল বিতরণ হবে। আজ ফায়ার সার্ভিসের মাধ্যমে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে বুধবার রাতে  শহরের বিভিন্ন ফার্মেসি ও নিত্যপণ্য দ্রব্যসামগ্রীর দোকানের সামনে গোলাকার বৃত্ত তৈরী করে নিরাপদ দূরত্ব বজায় রেখে কেনাকাটার জন্য ক্রেতাদের বলেন ।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকার জানিয়েছেন হবিগঞ্জে বিদেশফেরত ২ হাজার ৫৯৫ জনের মধ্যে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ১১৬ জন।

এর মধ্যে বৃহস্পতিবার কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ১১৬ জনকে। কোয়ারেন্টাইন শেষ হয়েছে ৩০০ জনের।তবে এখনও জেলার কোথাও এ ভাইরাসে কোনো আক্রান্ত নেই।

এবিএন/নুরুজ্জামান ভূইয়া/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ