আজকের শিরোনাম :

ধর্মপাশায় আগুনে পুড়ল তিন বসতঘর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ১০:৫৪

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ী গ্রামে বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে তিনটি বসতঘর আগুনে পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই আগুনের দুর্ঘটনা ঘটে। আগুনে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সকিনা বেগমের বসতঘরে প্রথম আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। পরে মূর্হুতের মধ্যেই আগুন রহিছ মিয়া ও লাল বানুর ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার আগেই তিনটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আগুনে ঘরের ভিতবে থাকা সকল মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৪ লক্ষ্যাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে।
পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান বলেন, ‘আগুন লাগার খবরটি আমি শুনেছি। ওই ওয়ার্ডের ইউপি সদস্যকে সেখানে পাঠানো হয়েছে।

ক্ষয়ক্ষতি নির্ধারণ করে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো উপজেলা প্রশাসনের কাছে আবেদন করলে প্রশাসন থেকে সাহায্যের জন্য চেষ্ঠা করব।

এবিএন/মো. ইমাম হোসেন/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ