আজকের শিরোনাম :

দেবহাটায় করোনা সচেতনতায় মাস্ক ও লিফলেট বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ১৩:৫৫

দেবহাটা উপজেলা গ্রাম্য ডাক্তার সমিতির সভাপতি ডা. শেখ আকতার হোসেনের উদ্যোগে করোনা ভাইরাস সতর্কতায় সাধারণ মানুষের মাঝে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় উপজেলা গ্রাম্য ডাক্তার সমিতির সভাপতি শেখ আক্তার হোসেনের পক্ষে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে নভেল করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, সাবান ও লিফলেট বিরতণ করা হয়েছে।

দিনব্যাপী বিভিন্ন এলাকার ভ্যানচালক, পথচারী, দোকানদার, মুসল্লিসহ সাধারণ মানুষদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে উক্ত সামগ্রী বিতরণ কাজের উদ্বোধন করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ. লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রউফ, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, এসআই আবু হানিফ, এসআই আসিফ মাহমুদ, কার্যনির্বাহী সদস্য ও দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, উপজেলা গ্রাম্য ডাক্তার সমিতির সাধারণ সম্পাদক ডা. শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য নাসিরউদ্দীন প্রমূখ।

দিনব্যাপী ২’শ মাস্ক, ২’শ সাবান ও লিফলেট বিতরণ করা হয়েছে।

এবিএন/আর.কে.বাপ্পা/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ