আজকের শিরোনাম :

শিবপুরে ভ্রাম্যমাণ আদালতে প্রবাসীর ৪০ হাজার টাকা জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ১৩:৫০

শিবপুুর পৌরশহরের পশ্চিম পাড়া মহল্লার ৪নং ওয়ার্ডের মো. আকবর আলীর ছেলে লেবানন প্রবাসী মো. ইলিয়াছ গত ১৮ মার্চ তিনি দেশে আসেন।

দেশে আসার পর করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করার জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও দীর্ঘ ৬ দিন ধরে তিনি তা মেনে চলছেনা। প্রকাশ্যে তিনি জনসম্মুখে চলাফেরা করছেন।

এলাকাবাসী গতকাল ২৪ মার্চ মঙ্গলবার দুপুরে শিবপুর মডেল থানা পুলিশকে খবর দিলে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে একটি দোকানে বসা অবস্থায় আটক করে উপজেলা নির্বাহী অফিসারে নিকট নিয়ে আসে।

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবীর মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে  ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবীর বলেন, জনসমাবেশ বিচ্ছিন্ন করার জন্য প্রশাসন মাঠে কাজ করছে।

পাশপাশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কাজ করে যাচ্ছে।

এবিএন/আনোয়ার হোসেন/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ