আজকের শিরোনাম :

বীরগঞ্জে সচেতনতা ও হোম কায়ারেন্টাইন বিষয়ক আলোচনা সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ১৩:৩৪

দিনাজপুরের বীরগঞ্জে করোনা ভাইরাস সচেতনতা, হোম কোয়ারেন্টাইন বিষয়ক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে গতকাল  মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আনোয়ার উল্লাহ এর নেতৃত্বে করোনা ভাইরাস সচেতনতা, হোম কোয়ারেন্টাইন বিষয়ক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালি শেষে মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. সাইফুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. আফরোজ সুলতানা, সহকারী সার্জন ডা. মো. আব্দুল্লাহ আল তানভীর তালুকদার, ডা. সুজয় চক্রবর্তী, ডা. জিনিয়া আফরিন, ডা. নাজিয়া আফরিন, ডা. নাওশিদ নিয়াজী প্রমূখ।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আনোয়ার উল্লাহ সচেতনতামূলক বক্তব্যের পাশাপাশি সাংবাদিকদের জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে ভাইরাস সচেতনতায় রোগীর দর্শনার্থীদের হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে এবং উপজেলার বিভিন্ন স্থানে বিদেশ থেকে আগত ২৯ জন পুরুষ ও মহিলাকে হোম কোয়ারেন্টাইন থাকার পরামর্শের পাশাপাশি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এবিএন/মো. আফজাল হোসেন/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ