আজকের শিরোনাম :

সুন্দরগঞ্জে বিদেশফেরত ১৮০ জন হোম কোয়ারেন্টাইনে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ১৫:৫৪

উপজেলায় বাধ্যতামূলক দুজনসহ ১৮০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে বউভাতে যোগ দেয়া অতিথিরা আতংকে দিনতিপাত করছেন।

জানা গেছে, গত ১৫ মার্চ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ বাকালীপাড়া গ্রামে রিদয় চন্দ্র সরকারের বাড়িতে দুজন আমেরিকা প্রবাসী ছেলে দিনারের বউভাতে যোগদেন।

পরবর্তীতে কনের সাদুল্যাপুরস্থ বাবার বাড়িতে আসা ওই ব্যক্তিদ্বয়ের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হলে সুন্দরগঞ্জ বাকালিপাড়া এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গত ২২ মার্চ উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কাজী মো. লুতফুল হাসান, সদস্য সচিব ডা. আশরাফুল আলম সরকার, থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান ঘটনাস্থলে গিয়ে রিদয় চন্দ্র সরকারসহ ওই এলাকার ২৮টি হিন্দু পরিবারের ১৪৮ জন সদস্যকে কোয়ারেন্টাইনে রাখেন। এছাড়া দুজনকে বাধ্যতামূলক কোয়রেন্টাইনে রাখেন।  

বর্তমানে পরিবারগুলোকে গ্রাম পুলিশের সার্বক্ষণিক নজরদারিতে রেখে করোনা ভাইরাস কমিটি পর্যবেক্ষণ করছেন। এদিকে উপজেলাবাসীর মাঝে বিতর্ক বাড়ছে।

তারা বলছেন বউভাতে আনুমানিক ১ হাজার ৫’শ আমন্ত্রিত অতিথি সর্বানন্দ ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকা থেকে যোগ দেন, তাদের মাধ্যমে উপজেলায় করোনা ভাইরাস ছড়িয়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে, তাই আমন্ত্রিত অতিথিদের বিষয় খোঁজ খবর রাখা জরুরি হয়ে পড়েছে।

এনিয়ে করোনা প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কাজী মো. লুতফুল হাসানের সাথে কথা হলে তিনি জানান, এ ব্যাপারে খোজখবর রাখা হচ্ছে।

এবিএন/শাহ মো. রেদওয়ান/গালিব/জসিম

 

 

এই বিভাগের আরো সংবাদ