আজকের শিরোনাম :

পটিয়ায় জেলা পরিষদের পুকুর টেন্ডার বিহীন ইজারা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০১৮, ১১:২৪

পটিয়া (চট্টগ্রাম), ০৯ জুলাই, এবিনিউজ : চট্টগ্রামের পটিয়ায় জেলা পরিষদের পুকুর টেন্ডার বিহীন ইজারায়  দুই পক্ষের মধ্যে দ্বন্ধের সৃষ্টি হয়েছে।এক পক্ষ প্রতিকার চেয়ে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে আবেদন করছে।

অভিযোগ সুএে জানা যায় জেলা পরিষদের মালিকানাধীন পটিয়া থানা পুকুর প্রায় সময় টেন্ডারের মাধ্যমে কতৃপক্ষ ইজারা দিয়ে আসছিল,গত ১৪২০বাংলায় পুকুরটি ইজারা দেওয়ার জন্য টেন্ডার বিজ্ঞপ্তি দেওয়া হলে তাতে অংশগ্রহন করে নাছির উদ্দীন ১৪২০ বাংলা থেকে ১৪২২ বাংলা পর্যন্ত ২ বছরের জন্য সর্বোচ্চ দরপএ দাতা হিসাবে ১৫লক্ষ ৬ হাজার ৬শ ৬৬টাকা প্রদানের মাধ্যমে ইজারা প্রাপ্ত হয়।

১৪২৩ বাংলায় পুকুরটি টেন্ডার বিহীন খালী অবস্থায় ছিল।১৪২৪ বাংলায় জেলা পরিষদের
 সদস্য ১লক্ষ ৮০হাজার টাকার বিনিময়ে আবার ও নাছিরকে মৌখিক ভাবে ইজারা দেয়।১৪২৫বাংলায় পূনরায় পুকুরটি নাছিরকে ২লক্ষ ১০হাজার টাকার বিনিময়ে টেন্ডারবিহীন লাগিয়ত করে।

উক্ত পুকুরে প্রায় ২লক্ষ টাকার মাছের পোনা অবমুক্ত করে নাছির।প্রতিমধ্যে পুকুরটি আরো বেশী টাকার বিনিময়ে রমজু মিয়া নামের মাছ চাষীর নিকট পূনরায় টেন্ডারবিহীন লাগিয়ত করে।য়ার ফলে জেলা পরিষদের পটিয়া থানার পুকুর টেন্ডারবিহীন ইজারা নিয়ে দুপক্ষের মধ্য সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।য়ে কোন মুহূর্তে বড় ধরনের ঝগড়া বিবাদ হতে পারে বলে স্হানীয়দের অভিমত।
 


এবিএন/ সেলিম চৌধুরী/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ