আজকের শিরোনাম :

ফরিদপুরে করোনা সম্পর্কিত সচেতনতামূলক প্রচারপত্র বিলি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২০, ১৫:৩৪

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধকল্পে ফরিদপুরে সচেতনতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি পরিচ্ছন্ন থাকার উপকরণ সাবান বিতরণ করছে সম্মিলিত ফেসবুক গ্রুপ নামে একটি স্বেচ্ছাসেবকের দল। 

আজ রোববার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান।

ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয় হতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর শহরের জনতা ব্যাংকের মোড় ও আদালতপাড়াসহ বিভিন্ন জনসমাগমস্থলে নি¤œআয়ের মানুষের মাঝে তারা হাত ধোয়ার জন্য বিনামূল্যে সাবান বিতরণ করেন। 

পাশাপাশি তাদেরকে সচেতন হওয়ার জন্য বিভিন্ন পরামর্শ দেন ও তাদেও মাঝে প্রচারপত্র বিলি করেন। 

সম্মিলিত ফেসবুক গ্রুপের পক্ষে এ সময় অন্যান্যের মধ্যে রাজেন্দ্র কলেজের অনার্স পড়–য়া শিক্ষার্থী জহিরুল ইসলাম জহির, স্বেচ্ছাসেবক আলীম আল রাজি, আলপনা আক্তার, কামরুল ইসলাম, সাদি মৃধা, শংকর কুমার সাহা, শুভ, এখলাস প্রমূখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, স্বপ্রণোদিত হয়ে তারা এ কর্মসূচি হাতে নিয়েছেন। সকলকে সচেতন করা এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা করাই তাদেরও লক্ষ্য।

এবিএন/কে এম রুবেল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ