আজকের শিরোনাম :

গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে দুই দোকানে ৪৪ হাজার টাকা জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ১০:৫৯

বর্তমান সারা বিশ্বে যখন নবেল করোনা ভাইরাসে জনজীবন বিপর্যয়, তখন এ সুযোগে কিছু অসাধুপায়ী দোকান বিক্রেতারা নিজেদের স্বার্থে অধিক লাভের আসায় জনসাধারণকে জিম্মি করে অর্থ হাতিয়ে নেয়ার খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার ১৯ মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. সুহ্নদ সালেহীন এ অভিযান চালানা করেন। 

এ সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মতে শিরিন গার্মেন্টসে মাক্সের দাম বেশি রাখায় ৪ হাজার টাকা, পূর্ব বাজার পানু পালের মুদির দোকানে পিয়াজের দাম বেশি রাখায় ৪০ হাজার টাকাসহ মোট ৪৪ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা প্রদান করা হয়।

এ সময়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মুহাম্মদ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, সরকার দ্রব্যমূল্যের দাম কমালেও করোনা ভাইরাসে প্রভাব দেখিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেশি নেওয়ায় এই জরিমানা আদায় করা হয়।

এবিএন/মু. জিল্লুর রহমান/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ