আজকের শিরোনাম :

তাড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ১৫:২২ | আপডেট : ১৭ মার্চ ২০২০, ১৭:৩৫

কিশোরগঞ্জের তাড়াইলে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বর বালুর মাঠে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তারেক মাহমুদ, ভাইস চেয়ারম্যান মো. নাজমুল হক আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আজিজুল হক ভূইয়া মোতাহার, সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন লাকী, তাড়াইল প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও অঙ্গ ও সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিবশতবর্ষের কেক কাটেন উপজেলা নির্বাহী অফিসার মো. তারেক মাহমুদ, ভাইস চেয়ারম্যান মো. নাজমুল হক আকন্দ,  উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসান মো. ইমরান, তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান।দুপুর ১ টার দিকে উপজেলা ছাত্রলীগের নেতা হুমায়ূন কবিরের নেতৃত্বে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামন থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।

কেক কাটা শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. তারেক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নার্গিস সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল হাই, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম কিবরিয়ারসহ উপজেলা পরিষদে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সকল শ্রেণীপেশার জনগণ।

দুপুর ১ টার দিকে উপজেলা ছাত্রলীগের নেতা হুমায়ূন কবিরের নেতৃত্বে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামন থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।

অপরদিকে উপজেলা আওয়ামীলীগের  বিপ্লবী সাধারণ সম্পাদক মো.গিয়াস  উদ্দিন লাকীর নেতৃত্বে দুপুর ২ টার দিকে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এবিএন/মো. সুমন মিয়া/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ