আজকের শিরোনাম :

গাইবান্ধায় ‘বন্ধুকযুদ্ধে’ একাধিক মামলার আসামি নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০১৮, ১০:৫৫

গাইবান্ধা, ০৮ জুলাই, এবিনিউজ : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছামছুল হক (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

আজ রবিবার ভোরে পলাশবাড়ী উপজেলার সাকোয়া ব্রিজ এলাকার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে গোলাগুলির এ ঘটনা ঘটে।

ছামছুলের বিরুদ্ধে গাইবান্ধা সদর, সাদুল্লাপুর ও পলাশবাড়ীসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা এবং ১২টি ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানায়। 

নিহত ছামছুল হকের বাড়ি ওই উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া গ্রামে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহারিয়ার বলেন, শনিবার দুপুরে ঢোলভাঙ্গা বাজার এলাকা থেকে ছামছুলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে অস্ত্র উদ্ধার ও তার অন্য সঙ্গীদের আটক করতে তাকে নিয়ে অভিযানে যায় পুলিশ। এ সময় ছামছুলকে ছিনিয়ে নিতে ডাকাতরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি করে। পরে ছামছুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ