আজকের শিরোনাম :

তাড়াইলে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক ক্লাস নিলেন ওসি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ১৭:১৬

কিশোরগঞ্জের তাড়াইল হাজী গোলাম হোসেন  বালিকা উচ্চ বিদ্যালয়ে করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে সচেতনামূলক ক্লাস নিয়েছেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মুজিবুর রহমান।

জানা গেছে,আজ রবিবার ১১ টার দিকে তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো.মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সদরে অবস্থিত হাজী গোলাম হোসেন  বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে সচেতনামূলক ক্লাস নেন।

সচেতনামূলক ক্লাসে তিনি বলেন, কিভাবে করোনা ভাইরাস মানবদেহে প্রবেশ করে,কি কি করলে করোনা ভাইরাস থেকে  আমরা প্রতিকার  পাব।
ছাত্রীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ভয়ের কোনো কারন নেই আমরা সচেতন থাকলেই করোনা ভাইরাস আমাদেরকে আক্রমন করতে পারবে না। করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে সচেতনামূলক বিভিন্ন দিক তুলে ধরে তিনি বক্তব্য রাখেন।

 করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে সচেতনামূলক ক্লাসে  উপস্থিত ছিলেন, হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সাইফুল ইসলাম খন্দকার, সহকারি শিক্ষক মো.হাফিজুর রহমান মিলন, মো. রফিকুল ইসলামসহ সকল শিক্ষকবৃন্দ।
 

এবিএন/সুমন মিয়া/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ