আজকের শিরোনাম :

চকরিয়ায় বন্যহাতি লোকালয়ে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ১৩:৪৫

খাবারের সন্ধানে পথ ভুলে কক্সবাজারের চকরিয়ায় শাবকসহ তিন বন্যহাতি বন ছেড়ে লোকালয়ে চলে এসেছে। 

আজ রবিবার সকালে উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরত্যাখালী রাবারড্যাম এলাকায় স্থানীয় লোকজন মরিচ ক্ষেতে বন্যহাতির অবস্থান শনাক্ত করে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে হাজার হাজার নারী-পুরুষ ও শিশু বন্যহাতি দেখতে জড়ো হয় ওই এলাকায়। পরে বন বিভাগের লোকজন ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতি তিনটিকে নিরাপদে বনে চলে যাওয়ার ব্যবস্থা করেন। 

স্থানীয় বেলাল উদ্দিন নামের এক ব্যক্তি বলেন, ভোরে পুরত্যাখালী রাবারড্যাম এলাকায় মরিচ ক্ষেতে শাবকসহ তিনটি হাতি দেখতে পায় স্থানীয় লোকজন। এ সময় হাতি দেখে লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। পরে বন বিভাগের লোকজনকে খবর দেয়া হয়। 

থানা পুলিশ ও বন বিভাগের লোকজন হাতি তিনটিকে পাহাড়ে যাওয়ার ব্যবস্থা করেন। তবে বড় ধরনের কোন ক্ষতি করেনি হাতিগুলো।

চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, মালুমঘাট রেঞ্জের রিজার্ভ এলাকা থেকে শাবকসহ তিনটি বন্যহাতি খাবারের সন্ধানে কোনাখালী এলাকায় আসতে পারে। 

কোনখালীতে অবস্থান করা হাতিগুলোকে সাফারি পার্কের বনকর্মী ও পুলিশের সহায়তায় চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের বরইতলী পহরচাঁদার পাহাড়ে উঠিয়ে দেয়া হয়েছে। 

উল্লেখ্য দুই বছর আগেও একই এলাকায় দুইটি হাতি এসেছিল।   

এবিএন/মুকুল কান্তি দাশ/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ