আজকের শিরোনাম :

ডিমলায় পোনা মাছ নিধন ও কারেন্ট জাল বিক্রি চলছে অবাধে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০১৮, ২২:২২

ডিমলা (নীলফামারী), ০৭ জুলাই, এবিনিউজ : ডিমলা উপজেলা সদরসহ ১৪টি হাট-বাজারে পোনা মাছ বিক্রয় এবং কারেন্ট জাল নির্বিঘ্নে বিক্রি করছেন জাল ব্যবসায়ীরা। এ সময় পোনা মাছ স্বীকার বন্ধ এবং পোনা মাছ বিক্রয়কারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে দেশে মৎস্য সংকট দেখা দিতে পারে।

এ সব হাট বাজারে সংশ্লিষ্ট কর্মকর্তা মাছ ও জালের ব্যাপারে কার্যকরী পদক্ষেপ দ্রুত গ্রহন করবেন বলে আশা করা হচ্ছে। উপজেলার ঝুনাগাছ চাপানী হাটু, বালাপাড়া, গয়াবাড়ী এসব হাটে প্রচুর কারেন্ট জাল বিক্রয় করা হয়। তবে মৎস্য কর্মকর্তাকে এসব হাটবাজারে পরিদর্শন করতে দেখা যায়নি। এসব কারেন্ট জাল বিক্রেতা ও পোনা মাছ নিধনকারীর বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এবিএন/বাদশা সেকেন্দার/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ