আজকের শিরোনাম :

কাউখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২০, ১৩:৩৯

‘‘দুর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

আজ মঙ্গলবার সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মুন। 

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান  মো. মৃদুল আহম্মেদ সুমন। 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শাহ আলন নসু, যুবউন্নয়ন কর্মকর্তা জুলহাস কবির, সমাজসেবা অফিসার মো. মহাসিন কবির, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর অফিসার জি.এস সাইফুল ইসলাম, সরকারি বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবর তালুকাদ, সমাজসেবক আব্দুল লতিফ খসরু প্রমূখ। 

সরকারি বালক বিদ্যালয় মাঠে কাউখালী ফার্যার সার্ভিসের সদস্যরা বসতঘরে এবং গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে নিভাতে হয় সে বিষয় জনগণকে অবহিত করেন।  

সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  

এবিএন/সৈয়দ বশির/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ