আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফাগুয়া উৎসব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ১৯:১৫

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে চা-জনগোষ্ঠির বহুমাত্রিক অনুষ্ঠানসমুহ নিয়ে প্রথমবারের মতো ফাগুয়া উৎসব ২০২০ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ সোমবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ফাগুয়া উৎসব উদযাপন পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

 ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের উপদেষ্টা ও  প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আহবায়ক ও রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জি।

ফাগুয়া উৎসবের কর্মসুচি ব্যাখ্যা করে বক্তব্য রাখেন ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব ও কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা এবং যুগ্ম আহবায়ক ও সাতগাঁও ইউপি চেয়ারম্যান মিলন শীল, চা- জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বাড়াইক ।

পরিমল সিং বাড়াইক জানান, আজ থেকে চা-বাগান গুলোতে ফাগুয়া উৎসব শুরু হয়েছে। বাগানে বাগানে চলবে লাঠি নৃত্য, রঙ খেলা, হোলী কীর্তন, ঝুমুর নৃত্য।

জহর তরপদার জানান, ফাগুয়া উৎসব উপলক্ষ্যে আগামী ১৩ মার্চ শ্রীমঙ্গলের ফুলছড়া চা-বাগান মাঠে  ফাগুয়া উৎসবে সিলেট বিভাগের বিভিন্ন চা-বাগানের ১৫ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতির আলোকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।
 

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ