আজকের শিরোনাম :

ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২০, ১৯:০১

নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মনিরা সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীদের স্বাবলম্বী করে তোলতে এবং বৈষম্য নিরসনে ও নারী নিরাপত্তায় সরকার কাজ করে যাচ্ছে। তাই নারীদের সকল কাজে অংশিদারিত্ত বাড়াতে হবে। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান, পুলিশ সুপার আহমার উজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও সিটি কর্পোরেশন কর্তৃক পৃথকভাবে নারী দিবস পালিত হয়েছে। সিটি কর্পোরেশন ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ইকরামুল হক।


এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ