আজকের শিরোনাম :

পার্বতীপুরে সমবেত কন্ঠে উচ্চারিত ৭ই মার্চের ভাষণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ২১:০৬

সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে লাখো কন্ঠে উচ্চরিত ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় শহীদ ময়দানে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহ¯্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্মেলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। লাখো কন্ঠে উচ্চরিত ১৯৭১ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের রেসকোর্স ময়দানের ভাষণ পাঠ  করেন পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ইবনে মোঃ আল রিফাত।

এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন পার্বতীপুর সরকারী ডিগ্রী কলেজ, পার্বতীপুর আদর্শ কলেজ, মহিলা ডিগ্রী কলেজ, সরকারী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, জ্ঞানাঙ্কুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, পার্বতীপুর পাবলিক উচ্চ বিদ্যালয়, আব্দুস সাফি স্মৃতি উচ্চ বিদ্যালয়, মনিরিয়া উচ্চ বিদ্যালয়, হলদীবাড়ি মাধ্যমিক বিদ্যা নিকেতন, স্টার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, রেয়াজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, হলদীবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, হলদীবাড়ি রেলওয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়, বালিকা বিদ্যাপীঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়, মজিবাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পুরাতন বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এদিকে বিকেলে শহীদ মিনার চত্বরে বাংলাদেশ আওয়ামীলীগ পার্বতীপুর উপজেলা শাখার আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার, সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম। এ অনুষ্ঠানে ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।


এবিএন/এম এ জলিল সরকার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ