আজকের শিরোনাম :

নড়াইলে বন্দুকযুদ্ধে ‘মাদক বিক্রেতা’ নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০১৮, ১০:৪৪

নড়াইল, ০৭ জুলাই, এবিনিউজ : নড়াইলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গোলাম মোস্তফা ওরফে মোস্ত (৪৮) নামে এক ‘মাদক বিক্রেতা’ নিহত হয়েছেন। 

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা নড়াইল সদর উপজেলার চিলগাছা-রঘুনাথপুর গ্রামের পাখি মোল্যার ছেলে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও থানা পুলিশের যৌথ একটি দল জানতে পারে কয়েক জন মাদক বিক্রেতা লস্কারপুর বালু মাঠ এলাকায় অবস্থান করছেন। পুলিশ সেখানে রাত ৩টার দিকে উপস্থিত হলে মাদকবিক্রেতা ও সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। গোলাগুলির একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে (গুলিবিদ্ধ ব্যক্তিকে) মৃত বলে ঘোষণা করেন। 

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ৩টি গুলির খোসা ও ৫৩ পিস ইয়াবা উদ্ধার করে।


বন্দুকযুদ্ধের সময় সদর থানাপুলিশের এসআই মিন্টু, ডিবি পুলিশের ৩ এএসআই আবদুর রহমান, মোস্তফা কামাল ও নাহিদ নেওয়াজ এবং কনস্টেবল ওলিয়ার আহত হয়েছেন। তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও ওসি জানান।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ