আজকের শিরোনাম :

কুড়িগ্রামের গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২০, ২০:১৮

কুড়িগ্রামের রৌমারী উপজেলার মোল্লার চর সীমান্তে শুক্রবার ভোররাতে ভারত থেকে গরু আনার সময় আজাহার আলী (৪২) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে। আজাহার রৌমারী উপজেলার বেহুলার চর গ্রমের নাডু শেখের ছেলে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ জানান, বাংলাদেশি আটকের ঘটনায় বিএসএফের সাথে যোগাযোগ করা হয়েছে। বিএসএফ জানিয়েছে, আটক বাংলাদেশিকে তারা ভারতের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এর আগে শুক্রবার ভোররাতে মোল্লার চর সীমান্তের কাছে ২০-২৫ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী গরু আনতে ভারতে যায়। এ সময় ভারতের ঝাউডাঙা বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে বাকিরা পালিয়ে গেলেও আজাহারকে ধরে নিয়ে যায় বিএসএফ।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ