আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে তিন দিন ব্যাপী রবীন্দ্রসংগীত সম্মেলন শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২০, ১৯:০৬

সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৩ দিন ব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন শুরু হয়েছে। সংস্কৃতির সুষ্ঠু বিকাশ সাধনের জন্য বছরব্যাপী কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে শুরু হয়েছে এ সম্মেলন। শুক্রবার সন্ধ্যার দিকে ভাষাসৈনিক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সৈনিক কামাল লোহানী এ সম্মেলন উদ্বোধন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুব্রত মজুমদার। গুণীজনের ‘রবিরশ্মি’ শীর্ষক সুবচন, আবৃত্তি, পাঠ, নৃত্য, গানে সাজানো এ সম্মেলনের উদ্বোধনী আয়োজনে প্রদান করা হবে ‘রবীন্দ্রপদক ২০২০’।

এবারের আয়োজনে বোধনসংগীত হিসেবে থাকছে কবিগুরুর ‘ভেঙেছো দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারি হউক জয়’ শিরোনামের গানটি। এতে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলের ৭ শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক। এ সম্মেলন আগামী রোববার সমাপ্ত হবে বলে আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান।


এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ