আজকের শিরোনাম :

বেড়ায় জাতীয় ভোটার দিবস উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ১৫:৫১

“ভোটার হব ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব”-এই প্রতিপাদ্যকে নিয়ে সারা দেশের ন্যায় পাবনার বেড়া উপজেলায় জাতীয় ভোটার দিবস ২০২০ পালিত হয়েছে। 

বেড়া উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

এ উপলক্ষে উপজেলা সম্মেলন হলে উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেড়া উপজেলা আ. লীগের সভাপতি বেড়া পৌর মেয়র আলহাজ আব্দুল বাতেন, বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান। 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মী।

বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, ২০ হাজার ৪৩৭ জন নতুন ভোটার হয়েছেন। 

নতুন ভোটার নিয়ে বেড়া উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ৩০১ জন। 

নতুন ভোটারদের মধ্যে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। 

এবিএন/নির্মল সরকার/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ