আজকের শিরোনাম :

তাড়াইলে জাতীয় ভোটার দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ১৫:১৫

"ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।

আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর বালুর মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাচন অফিসার হাসান মো. ইমরানের সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সতারেক মাহমুদ।

এছাড়াও উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফারুক আহম্মেদ, উপজেলা শিক্ষা অফিসার মোছা. ফাতেমা সুলতানা, তাড়াইল থানার ওসি তদন্ত মো. মিজানুর রহমান, তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আব্দুর রহমান, তাড়াইল প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, তাড়াইল উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সাংবাদিক রবীন্দ্র সরকার, তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল আল মামুনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যমের কর্মীবৃন্দ।

উপজেলা নির্বাচন অফিসার হাসান মো. ইমরান তাঁর বক্তব্যে বলেন, ভোটার হওয়া আপনাদের নৈতিক দায়িত্ব তাই তাড়াইল উপজেলার মধ্যে যদি এখনো কেউ ভোটার না হয়ে থাকেন তাহলে আমার অফিসে যোগাযোগ করবেন আমার আপনাদেরকে ভোটার করে নেব। 

এছাড়া ভুল সংশোধনী, ভোটার স্থানান্তরের বিষয়ে উপজেলা নির্বাচন অফিস সর্বোচ্চ সার্ভিস দিয়ে যাচ্ছে।

এবিএন/মো. সুমন মিয়া/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ