আজকের শিরোনাম :

নীলফামারীতে করোনা আতঙ্কে হাসপাতালে ৩০ শ্রমিক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৯

আজ শনিবার সকালে নীলফামারীতে করোনা আতংকে একটি কোম্পানির ৩০ জন শ্রমিক সদর আধুনিক হাসপতালে ভর্ত্তি হয়েছে।আর আতংকর কারনে হাসপতাল থেকে রোগীরা বেরিয়ে চলে গেছে। সকালে ৯ টায় সদরের উকিলের মোড় চেতাশার গুন্টির পার্শে চায়না মালিক পরিচালিত এভারগ্যীন কোম্পানিটির ১ নম্বর ফ্লোরে এক জন শ্রমীক জ্ঞ্যান হারিয়ে ফেলে।

পরে আতংকে বেশ কিছু শ্রমীক আতংকে জ্ঞ্যান হারায়।পরে একে একে সকলকে হাসপাতালে ভর্ত্তি করা হয়। নীফামারীল আধুনিক হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি, ডা. মো. আশিকুর রহমান বলেন, একটি মনোস্তাত্তিক রোগ। এক জনের হলে অন্যরাও আতংকে ওই রোগে আত্রান্ত হয়। তাদের চিকিৎসা চলছে, তারা ভাল আছে।


এবিএন/মামুন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ