আজকের শিরোনাম :

নেতৃত্ব ও কর্তৃত্বকে এক হতে হবে, তবেই দেশের উন্নয়ন হবে : ডেপুটি স্পিকার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪১

নেতৃত্ব ও কর্তৃত্বকে এক হতে হবে, তবেই তো দেশের উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের মানুষের পরম আত্মীয় হতে হবে। শিক্ষাই জাতির মেরুদন্ড। জাতিকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই। প্রাইভেট পড়ানো বন্ধ রাখতে হবে। অন্যের ভালো হওয়াটাই শিক্ষকদের কাম্য হওয়া উচিত। 

আজ বৃহস্পতিবার নয়াবন্দর উচ্চ বিদ্যালয় ও ডি.পি শহর উচ্চ বিদ্যালয় দুটির একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পদুমশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ও উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, ডি.পি শহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শাহ শাহিনুর ইসলাম, নয়াবন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী, উপজেলা যুবলীগ সভাপতি হারুন-অর রশীদ হিরু, পদুমশহর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান স্বপন, আওয়ামী লীগ নেতা সুমন মিয়া, জুয়েল মিয়া, শাহজাহান মিয়া প্রমূখ। 

এবিএন/আসাদ খন্দকার/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ