আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০০

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সেই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন। 

দন্ডাদেশপ্রাপ্তরা হলো সিরাজগঞ্জ সদর উপজেলার পার পাচিল গ্রামের মোজাহার আলীর ছেলে রাসেল হোসেন, সুলতান আলীর ছেলে নাজমুল হোসেন, নুর ইসলাম ও আলতাফ হোসেনের ছেলে আব্দুল মোমিন, ভাটপিয়ারী গ্রামের ময়দান আলীর ছেলে সোহেল, দানেজ আলীর ছেলে আব্দুর রাজ্জাক। 

এর মধ্যে সোহেল ও আব্দুল মোমিন পালাতক রয়েছে। ওই আদালতের বিশেষ পিপি অ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি মামলার সংক্ষিপ্ত বিবরণে জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারী গ্রামের মৃত আবু সাইদের মেয়ের  সাথে পাঁচিল গ্রামের রাসেলের মোবাইলফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই এক পর্যায়ে ২০১৬ সালের ২০ এপ্রিল রাতে ওই তরুণীকে ফোন করে বিয়ের প্রলোভন দেখিয়ে যমুনা নদীর ভাটপিয়ার চরে আসতে বলে রাসেল। প্রেমিককে বিশ্বাস করে মেয়েটি সেখানে গেলে আরো ৫ জনকে ডেকে এসে গণধর্ষণ করা হয়। 

এ সময় নির্যাতনের শিকার তরুণী জ্ঞান হারিয়ে ফেললে ধর্ষণকারীরা তাকে আখক্ষেতে ফেলে পালিয়ে যায়। পরদিন সকালে স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ব্যাপারে নির্যাতিত তরুণীর ভাই শহীদুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত শেষে পুলিশ ৬ আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতের চার্জশিট দাখিল করা হয়। 

এ মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।

এবিএন/এস,এম তফিজ উদ্দিন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ