আজকের শিরোনাম :

বোদায় বিরোধের জেরে মরিচ ও পেয়াজ নষ্ট করলো দুর্বৃত্তরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৩

পঞ্চগড়ের বোদায় পুবশত্রুতার জেল ধরে মরিচ ও পেয়াজক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা। 

উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের আরাজী শিকারপুর গ্রামে। ঐ গ্রামের মফিজুল ইসলাম এর দুই একর উনষাট শতক জমির মরিচ ও পেয়াজক্ষেত প্রথমে বিষ প্রয়োগ করে স্প্রে করে ভারাটিয়া মহেন্দ্র দিয়ে হাল চাষ করে মরিচ ও পেয়াজক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা। 

এ ব্যাপারে মফিজুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, উক্ত তফসীল বর্ণিত জমি আমার পিতা রেকডীয় মালিক, পিতা মারা যাওয়ার পর আমি কবলা সূত্রে মালিক হইয়া যুগ যুগ ধরে ভোগ দখল করিয়া চাষাবাদ করে আসিতেছি। পূর্বশত্রুতার জের ধরে একটি কুচক্রি মহল এর ইন্দনে আমার ভোগ দখলীয় জমি দখল নেয়ার চেষ্টা করছে দুর্বৃত্তরা। 

ইতিমধ্যে দুর্বৃত্তরা আমার তিল লক্ষ পঞ্চান্ন হাজার টাকার মরিচ ও পেয়াজক্ষেত নষ্ট করে ফেলেছে। 

এ বিষয়ে বোদা থানার একটি অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। 

অভিযোগের বিষয়টি তদন্ত করে আসলে দুর্বৃত্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা করা হবে বলে তিনি জানান।  

এবিএন/মো. লিহাজ উদ্দীন/গালিব/জসিম
   


 

এই বিভাগের আরো সংবাদ