আজকের শিরোনাম :

চিরিরবন্দরে পুলিশের সচেতনতামূলক সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০২

দিনাজপুরের চিরিরবন্দর থানা পুলিশের উদ্যোগে মাদক, জুয়া, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও যৌন হয়রানী প্রতিরোধে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাত্যহিক সমাবেশে চিরিরবন্দর থানার উদ্যোগে এ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার শিক্ষার্থীদের আলোকিত মানুষ ও আলোকিত চোখ হওয়ার পরামর্শ দিয়ে বলেন, একজন শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যত। এজন্য মুজিববর্ষ হতে নতুন শপথ নিয়ে দেশ, দেশপ্রেম ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে। 

এ সময় অফিসার ইনচার্জ (তদন্ত) রইসউদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক মোরশেদ উল আলম, উপ-পরিদর্শক আশরাফুজ্জামান, সহকারী উপ-পরিদর্শক মনিরা খাতুন প্রমূখ বক্তব্য রাখেন। 

আলোচনা সভায় ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য, অভিভাবক, শিক্ষক-কর্মচারী এবং বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্রী উপস্থিত ছিলেন। 

এরপর বিদ্যালয় হলরুমে ‘মুজিববর্ষের অঙ্গিকার-পুলিশ হবে জনতার’ প্রতিপাদ্য নিয়ে স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এবিএন/মো. রফিকুল ইসলাম/গালিব/জসিম 

এই বিভাগের আরো সংবাদ