আজকের শিরোনাম :

বান্দরবানে চিম্বুক-নীলগিরি ভ্রমণে পর্যটকদের জন্য বাস চালু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১২

অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২২ শত ফিট উঁচুতে বান্দরবান জেলার অন্যতম চিম্বুক ও নীলগিরি পর্যটন কেন্দ্রগুলি ভ্রমণের সুবিধার্থে প্রথমবারের মত শীতাতপ নিয়ন্ত্রিত ট্যুরিস্ট বাস চালু করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে শহরের বাস টার্মিনালের হোটেল হিল ভিউ এর নিজস্ব উদ্বেগ ও তত্ত্বাবধানে বান্দরবানে আগত পর্যটকদের সুবিধার্থে যোগ উপযোগী এই গণপরিবহনের উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্যুরিস্ট বাস উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। 

এ সময় মন্ত্রী বলেন, বান্দরবানের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তেমনিভাবে বান্দরবানসহ তিন পার্বত্য জেলাকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সড়ক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে পার্বত্য জেলাগুলি আর পিছিয়ে থাকবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে বান্দরবান হোটেল হিল ভিউ এর মালিক ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ বলেন, আমরা হোটেল হিল ভিউ এর নিজস্ব উদ্যোগে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটন নগরী বান্দরবনে ঘুরতে আসা পর্যটকরা যাতে অল্প খরচে স্বাচ্ছন্দ্য ও আরাম আয়েশে ভ্রমণ করতে পারেন তাই প্রথমবারের মতো দুটি এসিবাস চালু চালু করেছি। পরবর্তীতে পর্যটকদের চাহিদা অনুযায়ী ধাপে ধাপে আরও বাস নামানো হবে। 

এই বাসগুলি প্রতিদিন সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বান্দারবান থেকে চিম্বুক হয়ে নীলগিরি পর্যটন কেন্দ্র পর্যন্ত চলাচল করবে।

এতে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও পরিবহন নেতা আবদুল কুদ্দুছ প্রমূখ।

এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ