আজকের শিরোনাম :

দৌলতপুরে বৈদেশিক কর্মসংস্থানে সচেতনতামূলক সেমিনার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১৬

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রাচার ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে এবং দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আসলাম হোসেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী, অধ্যক্ষ রেজাউল করীম প্রমূখ। 

সেমিনারে ‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই“ শ্লোগানটি প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেবার আহবান জানানো হয়। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান।

এবিএন/জহুরুল হক/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ